১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে কিছু অসন্তুষ্ট সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে এবং এই হত্যাকাণ্ডকে জাতির ইতিহাসের সবচেয়ে কুৎসিত অধ্যায় হিসেবে অভিহিত করা হয়।
বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, ভাই শেখ নাসের, কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত, যুবনেতা শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী আরজু মনি, বেবিজাহান। বঙ্গবন্ধুর সাথে সেরনিয়াবাত, সুকান্ত বাবু, আরিফ ও আব্দুল নাঈম খান রিন্টুকেও হত্যা করা হয়। বঙ্গবন্ধুর দুই কন্যা - বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা - সেই সময় জার্মানিতে থাকায় হত্যাকাণ্ড থেকে বেঁচে যান।
জাতির জনক দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় পরিকল্পিত হত্যাকাণ্ড থেকে রক্ষা পান।
1975 সালের এই দিনে ইতিহাসের সবচেয়ে জঘন্য ঘটনার সাক্ষী হয়েছিল বাঙালি জাতি, যখন বঙ্গবন্ধু দেশকে সোনার বাংলা (সোনার বাংলা) হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে আত্মনিয়োগ করেছিলেন।
সরকার, আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় শোক দিবস পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে দেশের সব সরকারি-বেসরকারি অফিস এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ।
দিনটি সরকারি ছুটির দিন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং সংবাদপত্রগুলো এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করছে।
কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি অফিসের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় বলে এক সরকারি হ্যান্ডআউটে জানানো হয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ আগামীকাল বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করবে।
সভায় কার্যত সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Download